স্ট্রিম ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
বুধবার (১৩ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের অন্য নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠকের পর এই হুমকি দেন। বৈঠকে কোনো শান্তি চুক্তি যেন কিয়েভকে পাশ কাটিয়ে না হয় সেজন্য ট্রাম্পকে চাপ দেন জেলেনস্কি। খবর আল জাজিরার।
ট্রাম্প আগেও মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। যদিও সেসবের কিছুই এখনো ঘটেনি। এবারও ঠিক কি পরিণতিতে পড়তে পারে মস্কো তার বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইউরোপীয় নেতাদের সঙ্গে হওয়া বৈঠককে ‘খুবই ভালো’ এবং আন্তরিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন যদি শুক্রবার রুশ নেতার সঙ্গে তার বৈঠকটি ভালো হয়, তবে তার পরপরই তিনিসহ পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি ত্রি-পক্ষীয় বৈঠকের প্রস্তাব দেবেন।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রথম বৈঠক থেকে যদি প্রত্যাশা অনুযায়ী উত্তর না পাই তবে দ্বিতীয় বৈঠকের প্রয়োজন নেই।
এদিকে, ভার্চ্যুয়ালি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, শুক্রবার যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় রাশিয়া, তবে দেশটি কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়া উচিত। আর কিয়েভকে অবশ্যই ‘জোরালো এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা’ দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনে শান্তির পথ ইউক্রেনকে ছাড়া নির্ধারণ করা যাবে না এই বিষয়ে তারা নিশ্চিত। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার উপর চাপ তৈরিতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কূটনৈতিক সমাধানই ইউক্রেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, শান্তি আনার ক্ষেত্রে পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন। তিনি (পুতিন) আলাস্কায় বৈঠকের আগে ইউক্রেনীয় ফ্রন্টের সব অংশে চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
বুধবার (১৩ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের অন্য নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠকের পর এই হুমকি দেন। বৈঠকে কোনো শান্তি চুক্তি যেন কিয়েভকে পাশ কাটিয়ে না হয় সেজন্য ট্রাম্পকে চাপ দেন জেলেনস্কি। খবর আল জাজিরার।
ট্রাম্প আগেও মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। যদিও সেসবের কিছুই এখনো ঘটেনি। এবারও ঠিক কি পরিণতিতে পড়তে পারে মস্কো তার বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইউরোপীয় নেতাদের সঙ্গে হওয়া বৈঠককে ‘খুবই ভালো’ এবং আন্তরিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন যদি শুক্রবার রুশ নেতার সঙ্গে তার বৈঠকটি ভালো হয়, তবে তার পরপরই তিনিসহ পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি ত্রি-পক্ষীয় বৈঠকের প্রস্তাব দেবেন।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রথম বৈঠক থেকে যদি প্রত্যাশা অনুযায়ী উত্তর না পাই তবে দ্বিতীয় বৈঠকের প্রয়োজন নেই।
এদিকে, ভার্চ্যুয়ালি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, শুক্রবার যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় রাশিয়া, তবে দেশটি কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়া উচিত। আর কিয়েভকে অবশ্যই ‘জোরালো এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা’ দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনে শান্তির পথ ইউক্রেনকে ছাড়া নির্ধারণ করা যাবে না এই বিষয়ে তারা নিশ্চিত। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার উপর চাপ তৈরিতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কূটনৈতিক সমাধানই ইউক্রেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, শান্তি আনার ক্ষেত্রে পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন। তিনি (পুতিন) আলাস্কায় বৈঠকের আগে ইউক্রেনীয় ফ্রন্টের সব অংশে চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৭ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১২ ঘণ্টা আগে