leadT1ad

মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯: ৩১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপিনিউজ

মিশর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হামাসকে সমর্থন ও ইসরায়েলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জর্ডান ও মিশরের শাখাকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। অন্যদিকে পররাষ্ট্র দপ্তর লেবাননের শাখাকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ (এফটিও) হিসেবে ঘোষণা করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মুসলিম ব্রাদারহুডের এসব শাখা প্রকাশ্যে বৈধ নাগরিক সংগঠন হিসেবে কাজ করলেও গোপনে হামাসের মতো দলকে সহায়তা দিচ্ছে।

এর প্রতিক্রিয়ায় মিশরের মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা সালাহ আবদেল হক আল জাজিরাকে বলেন, ‘বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের চাপে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেন।

লেবাননের শাখা ‘আল-জামা আল-ইসলামিয়া’ জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত। লেবাননের আইনের ওপর এর কোনো প্রভাব নেই। তবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংগঠনগুলোর সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদের অর্থায়ন বা সহায়তা করা অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া এফটিওভুক্ত হওয়ায় লেবানন শাখার সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

Ad 300x250

সম্পর্কিত