leadT1ad

খালেদা জিয়ার স্মরণে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাব

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭: ১৪
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ভারতের পার্লামেন্টের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব আনার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষ—লোকসভা এবং রাজ্যসভায় এই শোক প্রস্তাব উত্থাপন করা হবে। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সকালে ৮০ বছর বয়সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এএনআইন জানিয়েছে, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে আজ বুধবার (২৮ জানুয়ারি) এই অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যসভার কার্যসূচি অনুযায়ী, সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সুরেশ কালমাদির মৃত্যুতেও শোক প্রকাশ করা হবে। অন্যদিকে, নিম্নকক্ষ বা লোকসভায় সাবেক সংসদ সদস্য শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি এবং কবীন্দ্র পুরকায়স্থের স্মরণে শোক প্রস্তাব আনা হবে।

ভারতের এবারের বাজেট অধিবেশন মোট ৬৫ দিনব্যাপী চলবে, যার মধ্যে ৩০টি কার্যদিবস থাকবে। আগামী ২ এপ্রিল এই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত