leadT1ad

ইরানে বিক্ষোভ নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৪
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেন। ছবি: সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

বৈঠকে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলামহোসাইন দারজি অভিযোগ করেন, ওয়াশিংটন ইরানে অস্থিরতা সৃষ্টিতে ‘সরাসরি জড়িত’। তিনি সতর্ক করে বলেন, ইরান সংঘাত চায় না। তবে যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আগ্রাসনের ‘নির্ণায়ক, সমানুপাতিক ও আইনানুগ’ জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘এটি কোনো হুমকি নয়, এটি আইনি বাস্তবতার বিবৃতি।’

অন্যদিকে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ ইরান সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে বলেন, ইরানিরা স্বাধীনতার দাবি তুলেছে। সরকার এই আন্দোলনকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে মূলত নিজেদের জনগণের ভয়কেই প্রকাশ করছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব মারথা পোবি জানান, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে তিনি জানান, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আটককৃতদের সঙ্গে মানবিক আচরণ ও বিক্ষোভ সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানান।

বৈঠকে ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মাসিহ আলিনেজাদ অভিযোগ করেন, ইরান সরকার তাঁকে তিনবার হত্যার চেষ্টা করেছে।

এর আগে বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেন।

এদিকে বিক্ষোভ দমনের জেরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Ad 300x250

সম্পর্কিত