leadT1ad

নির্বাচনী দায়িত্ব পালনে কোনো আপ্যায়ন গ্রহণ করতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৩
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করতে পারবেন না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে।’

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ তওফিক মাহবুব চৌধুরী।

জনগণের আস্থা অর্জন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা।’

পেশাগত জীবনে নানা চাপ ও সমালোচনা আসতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সততা ও দেশপ্রেম থাকলে কোনো কিছুই দায়িত্ব পালনে বাধা হতে পারে না।’ দুর্নীতি ও পক্ষপাত মুক্ত একটি মানবিক, সাহসী পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৯৬ প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজের মধ্যদিয়ে কর্মজীবনে প্রবেশ করলেন। এতে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন ছাড়াও ২৮তম ব্যাচের একজন, ৩৫-এর তিনজন, ৩৬-এর একজন, ৩৭-এর দুইজন ও ৪০তম বিসিএসের দুইজন প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল। দীর্ঘ প্রশিক্ষণে কৃতিত্বের অংশ হিসেবে শিক্ষানবিশদের মধ্যে বেস্ট প্রবেশনার হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড এএসপি মেহেদী আরিফ, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড এএসপি সজীব হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড এএসপি মোসলেহ উদ্দীন আহমেদ এবং বেস্ট শ্যুটার হয়েছেন শিক্ষানবিশ এএসপি সালমান ফারুক। অনুষ্ঠানে তাঁদের পুরস্কৃত করা হয়।

Ad 300x250

সম্পর্কিত