leadT1ad

জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে চবি শিক্ষক আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের হাতে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরআইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটকে রাখেন শিক্ষার্থীরা। বর্তমানে তিনি প্রক্টর অফিসে আছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক সাবেক সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গার্ড হিসেবে দায়িত্ব পালন করতে তিনি ক্যাম্পাসে এসেছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করার পাশাপাশি হত্যাকাণ্ডের সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এই শিক্ষকের বিরুদ্ধে বর্তমানে তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে। তদন্তাধীন থাকার পরও প্রশাসনের চিঠির ভিত্তিতে তিনি পরীক্ষার দায়িত্বে আসেন। বিষয়টি জানাজানি হলে চাকসুর প্রতিনিধিরা তাঁকে আটক করতে যান।

শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তিনি আইন বিভাগের পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন।

চাকসুর আইনবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, ‘হাসান রোমান শুভর বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিরোধিতা ও হত্যার সমর্থনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর থাকাকালে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের “জঙ্গি” আখ্যা দিয়ে মামলা করেছিলেন। এছাড়া ছাত্রলীগকে প্রত্যক্ষ সহায়তা ও সহিংসতায় নির্দেশনার অভিযোগও রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। গণপিটুনির আশঙ্কায় তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন। আপাতত তিনি প্রক্টর অফিসেই আছেন।’

আটকের বিষয়ে অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ বলেন,, ‘আন্দোলনের বিরোধিতা বা দমনে সহযোগিতার কোনো প্রমাণ নেই। আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না। প্রমাণ থাকলে তা উপস্থাপন করুন।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত