leadT1ad

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে গণভোট: আলী রীয়াজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০: ১১
বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে চালাবেন, তা ঠিক করে দেওয়ার এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।

রোববার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এই মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার বারো শতাধিক ইমাম অংশ নেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। কিন্তু বিগত ৫৪ বছরেও সেই লক্ষে পৌঁছানো যায়নি। গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন ও নিপীড়ন প্রমাণ করে যে, এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব।’

আলী রীয়াজ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আগামীর দেশটা কেমন হবে তা নিয়ে একমত হতে হবে। তিনি সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জুলাই সনদের ভিত্তিতে গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার সতর্ক করে বলেন, গণভোট ব্যর্থ হলে সেই খুনি মাফিয়া চক্র আবার ফিরে আসবে। তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্টরা লুটের টাকায় অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে আলেম সমাজকে সত্য তুলে ধরতে হবে।’

ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে আলেমরা অনেক জুলুমের শিকার হয়েছেন। ইতিহাসে প্রথমবারের মতো দেশ গড়ার সুযোগ এসেছে, যেখানে আলেমদের বড় ভূমিকা রাখতে হবে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বক্তব্য দেন।

Ad 300x250

সম্পর্কিত