leadT1ad

পদ্মার এক কাতল বিক্রি ৬৭ হাজার টাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৮: ৫৬
দৌলতদিয়া ফেরিঘাটে বিক্রি হয় কাতল মাছটি। স্ট্রিম ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৬৭ হাজার ২০০ টাকায়। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে আজ ভোরের দিকে মাছটি ধরেন ইছাহাক হালদার।

ঘাট এলাকার ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে সঙ্গীদের নিয়ে দৌলতদিয়া কলাবাগান তালতলা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন ইছাহাক। ভোরের দিকে জালে বাড়তি টান অনুভব করেন তাঁরা। জাল তুলে দেখেন, একটি বড় কাতল মাছ ধরা পড়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনু খাঁর আড়তে তোলা হয়। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক লোকজন। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, তিনি লাভের আশায় মাছটি কিনেছিলেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা করে বিকেলে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন ৬৭ হাজার ২০০ টাকায়। তিনি বলেন, ‘এমন বড় মাছ পদ্মায় এখন খুব কমই ধরা পড়ে। তাই ঝুঁকি নিয়েই কিনেছিলাম। ভাগ্য ভালো, ভালো দাম পেয়েছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘ইলিশের ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে পদ্মার বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে নদীতে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বড় আকারের মাছ ধরা পড়ছে।’ স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে এমন বড় মাছ আরও বেশি ধরা পড়বে বলে তিনি মনে করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত