leadT1ad

৪৮তম বিসিএস থেকে নিয়োগ পেলেন ৩ হাজার ২৬৩ চিকিৎসক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সরকারি কর্ম কমিশন

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২ হাজার ৯৮৪ জনকে সহকারী সার্জন ও ২৭৯ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে বলেও জানানো হয়েছে।

গত বছরের জুলাইয়ে বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষা হয়। পরে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরপর ৩ হাজার ৬ জনকে সহকারী সার্জন এবং ২৮০ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। তাঁদের মধ্য থেকে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিল সরকার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত