leadT1ad

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল: ইসির আবেদন আপিলে খারিজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২: ২৬
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনেই থাকছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের সীমানা পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের বিষয়টি চূড়ান্ত হলো। ফলে আগের সীমানা বহাল রেখে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।

এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দিয়েছিলেন। আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চেও একই সিদ্ধান্ত বহাল রইল।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করেন। ওই প্রজ্ঞাপনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৭ ডিসেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন। তবে নির্বাচন কমিশন ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় তখন আদেশটি কার্যকর হয়নি। পরবর্তী সময়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এবং সর্বশেষ পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখায় সীমানা পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়। ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন এ রিট করেন।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে দেওয়া সেই রায় আজ আপিল বিভাগে চূড়ান্তভাবে বহাল রইল।

Ad 300x250

সম্পর্কিত