leadT1ad

৩ ঘণ্টায় ৩৬টি আপিল নিষ্পত্তি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৬
নির্বাচন কমিশনের আপিল শুনানি চলছে। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।

এ সময় ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ৬ জন প্রার্থীর আপিল না-মঞ্জুর করেছে কমিশন। এছাড়া চারজন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরো কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এ সময়কালে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আজ থেকে ইসিতে শুরু হয়েছে আপিল আবেদনের শুনানি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত