leadT1ad

গ্যাস চুরির অভিযোগে ধামরাইয়ে মুন্নু সিরামিক কারখানার সংযোগ বিচ্ছিন্ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৪
মুন্নু সিরামিকের কারখানা। স্ট্রিম ছবি

বৈধ সংযোগের আড়ালে বাইপাস লাইন স্থাপন করে গ্যাস চুরির অভিযোগে ঢাকার ধামরাইয়ে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তিতাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি–মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আফরোজা খান রিতা।

মঙ্গলবার দুপুর ২টা থেকে ধামরাইয়ের ইসলামপুরে মুন্নু সিরামিক কারখানায় অভিযান শুরু করে গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ভিজিল্যান্স টিম। এ সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন আলামত এবং মিটার জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তিতাসের এক কর্মকর্তা জানান, কারখানায় অস্বাভাবিকভাবে কম গ্যাসরিডিং পাওয়া ও বিভিন্ন আলামতের ভিত্তিতে প্রাথমিক সন্দেহ থেকেই অভিযান শুরু হয়। গোপন অনুসন্ধানের অংশ হিসেবে তিতাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে একটি দল প্রথমে কারখানায় প্রবেশ করে। তখন কারখানার লোকজন অসহযোগিতা করেন। একপর্যায়ে তারা চোরাই পাইপলাইনের সন্ধান পান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তা নিশ্চিত হন।

পাইপ দিয়ে নেওয়া হয়েছিল অবৈধ গ্যাস সংযোগ। স্ট্রিম ছবি
পাইপ দিয়ে নেওয়া হয়েছিল অবৈধ গ্যাস সংযোগ। স্ট্রিম ছবি

তিতাস কর্তৃপক্ষ জানায়, কারখানায় একটি বাইপাস লাইন ও ফলস আরএমএস (রেগুলেটিং মিটারিং স্টেশন) পাওয়া গেছে। পাশাপাশি একটি সরাসরি বাইপাস লাইনও শনাক্ত হয়, যার মাধ্যমে লো–প্রেসার হলে বড় গ্যাস বুস্টার ব্যবহার করে গ্যাস টেনে নেওয়া হতো।

ঘটনা জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা কারখানায় যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা প্রবেশে বাধা দেন। রাত ৯টার দিকে জব্দকাজ চলাকালে হঠাৎ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিরাপত্তাহীনতার কারণে তিতাসের কর্মকর্তারা তখন গণমাধ্যমকে ব্রিফিং না করেই কারখানা ত্যাগ করেন।

টানা সাত ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন উপমহাব্যবস্থাপক আনোয়ার পারভেজ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বকেয়ার দায়ে চারটি সংযোগ বিচ্ছিন্ন করার পর সম্প্রতি বকেয়া পরিশোধ সাপেক্ষে একটি সংযোগ পুনঃস্থাপন করা হয়। ওই সংযোগের আড়ালেই অবৈধভাবে ৪ ইঞ্চির পাইপ লাগিয়ে বাইপাস লাইন তৈরি করে গ্যাস চুরির বিষয়টি ধরা পড়ে।

বিচ্ছিন্ন করা হচ্ছে গ্যাস সংযোগ। স্ট্রিম ছবি
বিচ্ছিন্ন করা হচ্ছে গ্যাস সংযোগ। স্ট্রিম ছবি

তিনি বলেন, ‘২০২৪–২৫ অর্থবছরে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় ছিল প্রায় ৫৪ হাজার ৯৫৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৯ শতাংশ বেশি। আমদানিকৃত সেই গ্যাসই শিল্পে সরবরাহ করা হয়। এভাবে গ্যাস চুরি নিঃসন্দেহে দুঃখজনক। কী পরিমাণ গ্যাস চুরি হয়েছে তা নিরূপণ করে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জরিমানা নির্ধারণ করা হবে।’

এ বিষয়ে মন্তব্য জানতে মুন্নু সিরামিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কিছু বলতে চাননি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফরোজা খান রিতা। নভেম্বরের শেষ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে আসে কোম্পানিটি।

১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় মুন্নু সিরামিক। সবশেষ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি গত অর্থবছরে প্রায় ৮৩ লাখ টাকা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে মুনাফা ছিল প্রায় দেড় কোটি টাকা।

Ad 300x250

সম্পর্কিত