leadT1ad

চবি শিক্ষককে হেনস্তা: ‘মব জাস্টিস’ বন্ধের দাবি জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১: ৪৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার সময় এক শিক্ষককে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি বলেছে, ভিন্নমত বা বিতর্কের সমাধান আইন ও প্রশাসনিক তদন্তে হতে হবে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ দিয়ে নয়।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন সাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁরা এই ঘটনাকে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, একটি বিশেষ ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে জয়ের পর থেকে ক্যাম্পাসে আতঙ্ক ও ‘মব কালচার’ বেড়েছে। শিক্ষক নিপীড়নের এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার পরিবেশ নষ্ট হয়ে যাবে বলে সতর্ক করেন নেতারা।

শিক্ষক নেতারা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। ভবিষ্যতে এমন অপমান রোধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে সব ক্যাম্পাসে মববিরোধী কঠোর নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের অন্যায্য ঘটনায় জাবি শিক্ষক সমিতিকে আরও জোরালো কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ফোরাম।

উল্লেখ্য, শনিবার দুপুরে চবি ক্যাম্পাসে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেন শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে তাঁকে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত