leadT1ad

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবিতে সব দপ্তরে তালা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৯
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে সংশ্লিষ্ট ডিনদের দপ্তরে তালা দেয় শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী অভিযোগ করে ছয় ডিনের পদত্যাগ দাবিতে তাদের দপ্তরে তালা দেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে সংশ্লিষ্ট ডিনদের দপ্তরে তালা দেওয়া হয়।

পরে রেজিস্ট্রার দপ্তরে গিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ভেতরে রেখেই তালা দেন সিনেট সদস্য আকিল বিন তালেব, রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসানসহ কয়েকজন শিক্ষার্থীরা।

আকিল বিন তালেব বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হাদি ভাই আমাদের যে পথ দেখিয়েছে, আমাদের সেই পথ অনুসরণ করতে হবে। বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী ফ্যাসিসস্টের দোসররা ক্যাম্পাসে নিরাপদ। অথচ আমাদের বিপ্লবের নেতৃত্ব দেওয়া মানুষেরা রাস্তায় গুলি খেয়ে জীবন দিচ্ছে। আমরা চাই, কোনো ফ্যাসিবাদের দোসররা যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে না পারে।

তিনি আরও বলেন, রক্তের ওপর দাঁড়িয়ে রাবি প্রশাসন বিপ্লবের স্পিরিট ধারণ করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ব্যানার ধরা ফ্যাসিস্টের দোসরদের এখনো বিচার করতে পারেনি। আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম। কিন্তু তারা এই ফ্যাসিস্টদের পদত্যাগ করাতে পারেনি। তাই আমরা অভ্যুত্থানের শক্তিরা ফ্যাসিস্টদের পদত্যাগ করাতে বাধ্য হচ্ছি।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ডিন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা ছয়টি অনুষদে জয়ী হলেও নির্ধারিত মেয়াদ শেষে পদত্যাগ না করে প্রশাসনের সহায়তায় দায়িত্বে বহাল রয়েছেন।

ডিন অফিসের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি
ডিন অফিসের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি

ওই নির্বাচনে ১২ অনুষদের ছয়টিতে জয়লাভ করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)। অনুষদগুলো হলো– আইন, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, সামাজিকবিজ্ঞান, প্রকৌশল এবং ভূ-বিজ্ঞান। গত ১৭ ডিসেম্বর তাদের মেয়াদ শেষ হলেও নির্বাচন সম্পন্ন না হওয়ায় প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ডিনদের পদত্যাগ দাবি করেন। এ বিষয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করে ডিনদের দ্রুত পদত্যাগের আহ্বান জানান। পরে আরেক পোস্টে তিনি লেখেন, শান্তিপূর্ণভাবে ডিনদের কাছ থেকে পদত্যাগ নেওয়ার চেষ্টা করব। তবে তা বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেবে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আম্মার।

রোববার আম্মার বলেছেন, সকালে ডিন ও অভিযুক্ত আওয়ামীপন্থী শিক্ষকের দপ্তরে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে তিনি সংবাদকর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন এবং তাদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র প্রকাশ করেন।

আম্মার আরও বলেন, জুলাইয়ের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের একটি তালিকা আমরা ডকুমেন্টসহ প্রস্তুত করেছি। চূড়ান্ত তালিকা প্রকাশ করে আমরা তাদের পদত্যাগে বাধ্য করব।

এ ব্যাপারে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসুও ডিনদের পদত্যাগ চায়। ইসলামী ছাত্রশিবির অনেক আগে থেকেই এই দাবি জানিয়ে আসলেও প্রশাসন নিরুত্তর রয়েছে। রাকসুর অবস্থানের বিষয়ে কোনো বৈঠক বা অধিবেশন হয়েছে কিনা– প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনো বৈঠক হয়নি। কর্মসূচিগুলো আম্মার (জিএস) ব্যক্তিগত জায়গা থেকে দিয়েছে। রাকসু এগুলোর বিরোধিতা করছে না।’

ডিনদের পদত্যাগের বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের নম্বরে যোগাযোগ করলেও রিসিভ হয়নি। তবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ডিনরা এখনো পদত্যাগ করেননি। মেয়াদ শেষ হলেও সমাবর্তন, আসন্ন ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমের কারণে তাদের মেয়াদ বাড়ানো হয়েছে। এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত