leadT1ad

ঢাবিতে শেখ মুজিব হলের নাম পরিবর্তন ‘হঠকারী সিদ্ধান্ত’: শিক্ষক নেটওয়ার্ক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বিবৃতির প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদির নামে করার সুপারিশকে ‘হঠকারী সিদ্ধান্ত’ ও ‘রাজনৈতিকভাবে অপরিপক্ক’ বলে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, প্রায় ৪০ বছরের পুরোনো একটি হলের নাম পরিবর্তন করে শহীদ হাদিকে শেখ মুজিবুর রহমানের বিপরীতে দাঁড় করানোর কূটকৌশল চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় দুই নেতা শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নামে দুটি ছাত্রাবাস নির্মিত হয়েছিল। পাশাপাশি অবস্থিত এই দুই হলের নাম পরিবর্তনের কথা বহু সরকার এলেও কখনো ওঠেনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বলে শেখ মুজিবুরের নাম মুছে ফেলতে হবে—এটা ন্যায্য নয়। বরং তাঁর নামে ছাত্রাবাস থাকা প্রয়োজনীয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই-পরবর্তী রাজনীতিতে শহীদ ওসমান হাদি গুরুত্বপূর্ণ চরিত্র। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে হাদির নামে নতুন কোনো ভবনের নাম দেওয়া যেতে পারে। কিন্তু প্রায় চার দশক ধরে জাতীয় নেতার নামে পরিচিত ছাত্রাবাসের নাম বদলে ফেলা হীন রাজনৈতিক ক্ষুদ্রতা থেকে উদ্ভূত।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত