leadT1ad

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২৩: ০৬
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অভিষেক ও মিলনমেলা শীর্ষক এই অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা এগিয়ে না এলে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটত না। তিনি উল্লেখ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা নেপথ্যে থেকে সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সহায়তা জুগিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান ও সাবেক সহসভাপতি মোকাররম হোসেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত