leadT1ad

ঢামেক হাসপাতালের সামনে তরুণীর মরদেহ ফেলে ব্যক্তি উধাও

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয়ের এক অচেতন তরুণীকে (২২) ফেলে পালিয়ে গেছে এক ব্যক্তি। সোমবার (২২ ডিসেম্বর) রাতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী বলেন, ‘অনুমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের সামনে সিএনজি করে এক ব্যক্তি ওই তরুণীকে ফেলে রেখে পালিয়ে যান। পরে এক ট্রলিম্যান আমাকে খবর দেয়। আমি ওই তরুণীকে অচেতন অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, নিহত ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি এক ব্যক্তি ওই নারীকে সিএনজি করে জরুরি বিভাগে সামনে ফেলে রেখে যায়। পরে এই বিষয়টি আমরা শাহবাগ থানার পুলিশকে অবগত করেছি। ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কোনো কিছু দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হতে পারে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম-সিন টিমকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Ad 300x250

সম্পর্কিত