স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী গুড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেজুর গুড় উৎপাদন, বিপণন ও সংরক্ষণের নানা দিক নিয়ে আলোচনায় মিলিত হন তিন শতাধিক উদ্যোক্তা ও চাষি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাব (আরইউইডিসি)। দিনব্যাপী এ আয়োজনে সেমিনার, প্রদর্শনী ও গম্ভীরা পরিবেশনার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে ভেজাল খাদ্যের আইনগত সংজ্ঞা, ভেজাল প্রমাণিত হলে শাস্তির বিধান, খেজুর গুড় উৎপাদন ও বিপণনে প্রয়োজনীয় সতর্কতা— এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গুড়ের শক্ত বা নরম অবস্থা, তিতকুটে স্বাদ, প্রাকৃতিক অম্লত্ব, সংরক্ষণের নিয়ম, দুধের ছানা কেন কাটে এবং দুধে গুড় মেশানোর সঠিক নিয়ম নিয়ে তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অনেকেই তরুণ। তাঁরা চাকরির পেছনে না ছুটে খেজুর গুড়ভিত্তিক ব্যবসা গড়ে তুলেছেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় খেজুরের রস।
আয়োজকেরা জানান, একসময় ন্যায্যমূল্য না পাওয়ায় খেজুর গুড় উৎপাদন প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিল। অনেক খেজুরগাছ কেটে ফেলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উদ্যোগে খাঁটি খেজুর গুড়ের জনপ্রিয়তা আবার ফিরে এসেছে। ফলে চাষিরা ভালো দাম পাচ্ছেন এবং নতুন করে খেজুরগাছ রোপণেও আগ্রহী হচ্ছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী গুড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেজুর গুড় উৎপাদন, বিপণন ও সংরক্ষণের নানা দিক নিয়ে আলোচনায় মিলিত হন তিন শতাধিক উদ্যোক্তা ও চাষি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাব (আরইউইডিসি)। দিনব্যাপী এ আয়োজনে সেমিনার, প্রদর্শনী ও গম্ভীরা পরিবেশনার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে ভেজাল খাদ্যের আইনগত সংজ্ঞা, ভেজাল প্রমাণিত হলে শাস্তির বিধান, খেজুর গুড় উৎপাদন ও বিপণনে প্রয়োজনীয় সতর্কতা— এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গুড়ের শক্ত বা নরম অবস্থা, তিতকুটে স্বাদ, প্রাকৃতিক অম্লত্ব, সংরক্ষণের নিয়ম, দুধের ছানা কেন কাটে এবং দুধে গুড় মেশানোর সঠিক নিয়ম নিয়ে তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অনেকেই তরুণ। তাঁরা চাকরির পেছনে না ছুটে খেজুর গুড়ভিত্তিক ব্যবসা গড়ে তুলেছেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় খেজুরের রস।
আয়োজকেরা জানান, একসময় ন্যায্যমূল্য না পাওয়ায় খেজুর গুড় উৎপাদন প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিল। অনেক খেজুরগাছ কেটে ফেলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উদ্যোগে খাঁটি খেজুর গুড়ের জনপ্রিয়তা আবার ফিরে এসেছে। ফলে চাষিরা ভালো দাম পাচ্ছেন এবং নতুন করে খেজুরগাছ রোপণেও আগ্রহী হচ্ছেন।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৭ ঘণ্টা আগে