leadT1ad

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ে ঘাটতি দেখছে ইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২২: ৫৬
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন সেল ও কমিটির কাজে কাঙ্ক্ষিত গতি ও সমন্বয় না থাকায় কমিশন এ তাগিদ দিয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গঠিত সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম ও মনিটরিং টিমের কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। মাঠ পর্যায়ে মনিটরিং জোরদারের পাশাপাশি ইসিকে নিয়মিত হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্ট্রিমকে জানান, বৈঠক সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনকেন্দ্রিক কমিটিগুলো যাতে ঠিকঠাক কাজ করে, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে আগের নির্দেশনার অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ ১৬টি সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ইসি সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত