স্ট্রিম প্রতিবেদক

দেশের করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করার নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রাজস্ব ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড-এর অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিস ব্যবহার করা হয়। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে বড় অঙ্কের কর পরিশোধ করা হয়। এতে উৎসে কর বাবদ ১৩ কোটি টাকা এবং মূসক (VAT) বাবদ ৬৪ কোটি টাকার চালান সফলভাবে পরিশোধ করা হয়েছে। এই উদ্যোগের ফলে করপোরেট করদাতাদের এখন থেকে আর সশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। তাঁরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই কর পরিশোধের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর প্রদান আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা এমএফএস-এর মাধ্যমে পরিশোধ করছে। নতুন এই ব্যবস্থার ফলে তারা এখন একই প্ল্যাটফর্ম ব্যবহার করে উৎসে কর এবং ভ্যাটসহ বিভিন্ন ধরনের কর পরিশোধ করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে অন্যান্য এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠানও তাদের সিস্টেমে এই সুবিধা চালু করবে।
নতুন এই সেবার আওতায় এনবিআরের ই-টিডিএস সিস্টেম (eTDS System) ও অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধ প্রক্রিয়ায় স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সাথে লেনদেনের সময় ও ব্যয় কমে আসায় বড় অঙ্কের কর প্রদানে করদাতারা আরও উৎসাহিত হবেন।
রাজস্ব প্রশাসন আধুনিকায়ন ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদার করাই সরকারের মূল লক্ষ্য বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশের করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করার নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রাজস্ব ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড-এর অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিস ব্যবহার করা হয়। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে বড় অঙ্কের কর পরিশোধ করা হয়। এতে উৎসে কর বাবদ ১৩ কোটি টাকা এবং মূসক (VAT) বাবদ ৬৪ কোটি টাকার চালান সফলভাবে পরিশোধ করা হয়েছে। এই উদ্যোগের ফলে করপোরেট করদাতাদের এখন থেকে আর সশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। তাঁরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই কর পরিশোধের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর প্রদান আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা এমএফএস-এর মাধ্যমে পরিশোধ করছে। নতুন এই ব্যবস্থার ফলে তারা এখন একই প্ল্যাটফর্ম ব্যবহার করে উৎসে কর এবং ভ্যাটসহ বিভিন্ন ধরনের কর পরিশোধ করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে অন্যান্য এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠানও তাদের সিস্টেমে এই সুবিধা চালু করবে।
নতুন এই সেবার আওতায় এনবিআরের ই-টিডিএস সিস্টেম (eTDS System) ও অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধ প্রক্রিয়ায় স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সাথে লেনদেনের সময় ও ব্যয় কমে আসায় বড় অঙ্কের কর প্রদানে করদাতারা আরও উৎসাহিত হবেন।
রাজস্ব প্রশাসন আধুনিকায়ন ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদার করাই সরকারের মূল লক্ষ্য বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

কারাগারে ল্যাপটপ নিয়ে প্রবেশে বাধা এবং আসামির সঙ্গে ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ বা আইনি পরামর্শের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী। অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২ ঘণ্টা আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার সকালে নিহতের বাবা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৭ সালের ১১ জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিন থেকেই শুরু হয় ‘এক-এগারো’ নামে পরিচিত বিশেষ সময়কাল। তখন দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়।
৩ ঘণ্টা আগে