স্ট্রিম প্রতিবেদক

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শিক্ষক নেতারা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয় শিক্ষকদের দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে দ্রুত সমাধানের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
শামছুদ্দীন মাসুদ আরও বলেন, আপাতত কর্মবিরতি স্থগিত করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
এর আগে গতকাল শনিবার সকালে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এ সময় কয়েকজন শিক্ষক আহত হলে এর প্রতিবাদে আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন তাঁরা। কর্মসূচি অনুযায়ী, আজ সারাদেশে বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয় এবং শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
উল্লেখ্য, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের প্রধান তিনটি দাবি হলো: সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেডে বেতন নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শিক্ষক নেতারা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয় শিক্ষকদের দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে দ্রুত সমাধানের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
শামছুদ্দীন মাসুদ আরও বলেন, আপাতত কর্মবিরতি স্থগিত করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
এর আগে গতকাল শনিবার সকালে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এ সময় কয়েকজন শিক্ষক আহত হলে এর প্রতিবাদে আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন তাঁরা। কর্মসূচি অনুযায়ী, আজ সারাদেশে বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয় এবং শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
উল্লেখ্য, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের প্রধান তিনটি দাবি হলো: সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেডে বেতন নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৪ ঘণ্টা আগে