leadT1ad

তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের মতবিনিময়

নতুন ধারার গণমাধ্যমের জন্য ইকোসিস্টেম গড়ে তোলা দরকার: ঢাকা স্ট্রিম সম্পাদক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১: ২২
বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন গোলাম ইফতেখার মাহমুদ।

করপোরেট ও বড় গণমাধ্যমের বাইরে গড়ে ওঠা নতুন ধারার ছোট এবং মাঝারি গণমাধ্যমগুলোর জন্য টেকসই ‘ইকোসিস্টেম’ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ। তিনি বলেন, পেশাদারত্ব বজায় রেখে কাজ করতে হলে সরকারি ও বেসরকারি উভয় পর্যায় থেকেই এসব গণমাধ্যমের জন্য সহায়তা থাকা জরুরি।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখার মাহমুদ বলেন, গত দেড় দশকে প্রথাগত সংবাদমাধ্যমের বিকাশের পাশাপাশি গত চার-পাঁচ বছরে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক গণমাধ্যমের একটি নতুন ধারা তৈরি হয়েছে। শুরুতে এটি মূলধারার পাশাপাশি থাকলেও বর্তমানে তা প্রতিযোগিতায় রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের সঙ্গে সামাজিক মাধ্যমের তথ্য প্রচারকারীদের সম্পর্ক এখন প্রতিদ্বন্দ্বিতা ও সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে।

সামাজিক মাধ্যমের ইতিবাচক দিক তুলে ধরে ইফতেখার মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে অপতথ্য ও ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের উদাহরণ টেনে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের ওপর সোশ্যাল মিডিয়ায় চলা ‘হেইট ক্যাম্পেইন’ বা বিদ্বেষমূলক প্রচার থেকে সুরক্ষা নিশ্চিত করা দরকার। এর মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর অবাধ তথ্যপ্রবাহ কার্যকর ভূমিকা রাখতে পারে।

নতুন ধারার গণমাধ্যমের সংকটের কথা তুলে ধরে ঢাকা স্ট্রিম সম্পাদক বলেন, যেকোনো নতুন খাত বিকাশে সহায়ক পরিবেশ প্রয়োজন। কিন্তু বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর গণমাধ্যমগুলোর জন্য যথাযথ কাঠামো নেই। বিজ্ঞাপন প্রাপ্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সহায়তার ক্ষেত্রে সরকারি-বেসরকারি খাত থেকে একধরনের অসহযোগিতা বা ‘নন-কোঅপারেশন’ রয়েছে। প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশেও এই সহায়তার সংস্কৃতি গড়ে তোলা দরকার।

বিএনপির কাছে প্রত্যাশা ব্যক্ত করে ইফতেখার মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। তাই আগামী দিনের নতুন গণমাধ্যমগুলোকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত রাখা ও পেশাদারত্ব বজায় রাখার ক্ষেত্রে দলটির নীতিনির্ধারকরা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত