leadT1ad

নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ দিন: ফয়েজ আহমদ তৈয়্যব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২১: ৫৭
সভায় বক্তব্য রাখেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ৫৪ বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে, এ জঞ্জাল আমরা ঘুচাব। আমাদের সন্তানদের ও শিক্ষার্থীদের জন্য নতুন বাংলদেশ উপহার দিতে চাই।’

আজ বুধবার (২১ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসন অডিটোরিয়ামে ‘গণভোট ২০২৬’ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হয়ে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।’

তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, ‘এবারের নির্বাচন হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন।’

এর কারণ হিসেবে তিনি প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, ‘সকল কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, নির্বাচনের দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা ও ভিডিও ইমেজ থাকবে। তাই কেউ অপরাধ করে পার পাবে না।’

সংবিধান ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, ‘আমাদের দেশে ক্ষমতার জন্য বারবার সংবিধান সংশোধন করা হয়েছে। সেখানে একক ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যার ফলে প্রধানমন্ত্রীর বাইরে কেউ কিছু করতে পারে না। আমাদের এমন একটি সংবিধান দরকার, যা এক ব্যক্তিকে সব ক্ষমতা দেবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে আর চলছে না, তাই সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে কাজ করছে।’

ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা—এই তিনটি বিষয়ে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার কার্যক্রম টেকসই করতে তিনি দেশবাসীর সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গাজীপুর শহর নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘নতুন শহর গড়ে তোলা সবার দায়িত্ব, তাই সমন্বিত মাস্টার প্ল্যান থাকা প্রয়োজন। শ্রমিকদের আবাসন ও যাতায়াত নিয়ে ভাবাটাও একটি বড় সংস্কার।’

গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসানসহ স্থানীয় ইমাম, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভা শেষে ফয়েজ আহমদ তৈয়্যব গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Ad 300x250

সম্পর্কিত