leadT1ad

ধামরাই রথ অক্ষত, পোড়ানোর ছবিটি এআই দিয়ে তৈরি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

ধামরাই রথটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। স্ট্রিম ছবি

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথটি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রথটি পুড়ে যাওয়ার যে তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। রথের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া রথ পোড়ানোর ছবিটি মূলত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়, যেখানে ধামরাই রথের আদলে একটি পোড়া কাঠামো দেখা যায়। এর সঙ্গে দাবি করা হয় যে, রথটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন ঢুলিভিটা-শরীফবাগ সড়কের বড়বাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রথটি আগের মতোই অক্ষত অবস্থায় রয়েছে।

এসময় স্থানীয় বাসিন্দা আবু খালিদ মোহাম্মদ আজিজের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। আজিজ জানান, রথটি ধামরাইয়ের ঐতিহ্য ও গর্বের প্রতীক। এটি সম্পূর্ণ ঠিকঠাক আছে। প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত এর দেখভাল করা হয়।

ধামরাই রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, ‘রথ পোড়ানোর তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। শুনেছি, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের ঐতিহাসিক রথটি পুড়িয়ে দিয়েছিল। সেই ছবি এডিট করে বর্তমান রথের ছবি বলে অপপ্রচার চালানো হচ্ছে। রথের নিরাপত্তায় সবসময় পাহারাদার থাকে এবং পাশে রেন্ট-এ কারের গাড়ি থাকে। ধামরাইয়ে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই।’

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ছড়িয়ে পড়া তথ্যটি একটি গুজব। তিনি বলেন, ‘ধামরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। রথের নিরাপত্তায় নিয়মিত পাহারাদার থাকে। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। মানুষকে এসব বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, ধামরাইয়ের এই রথটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একটি ধর্মীয় অনুষঙ্গ এবং প্রতি বছর এখানে ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা আয়োজিত হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত