leadT1ad

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী, শেষ দিনেও ভিড়

হাসিবুর রহমান
হাসিবুর রহমান

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৯: ০৩
আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। স্ট্রিম ছবি

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে 'এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র শেষ দিন আজ। পঞ্চমবারের মতো এই বাণিজ্য মেলার শুরু হয়েছে ৯ নভেম্বর, চলবে আজ (৩০ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত। ৩০ টাকা মূল্যের টিকিটে মেলায় প্রবেশ করতে পারছেন ক্রেতা ও দর্শনার্থীরা। গতবছরও একই জায়গায় ১৭ দিনব্যাপী চতুর্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল।

বরাবরের মতো এবারও মেলায় নানা রকমের আসবাব, কসমেটিকস, খেলনা, তৈরি পোশাক, প্লাস্টিক, ক্রোকারিজসহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে। ভারতীয় ফুটওয়্যার, ইরানি মসলা, পাকিস্তানি তৈরি পোশাক, চাইনিজ কসমেটিকস সবকিছুই পাওয়া গেছে এই বাণিজ্য মেলায়। এসব পছন্দের জিনিস কিনতে এবারও দেশি-বিদেশি ক্রেতারা ভিড় করেন মেলায়।

মেলায় সরেজমিন

এবারের মেলার টিকিট মূল্য ছিল ৩০ টাকা। মেলার প্রাঙ্গণে ঢুকতেই দেখা মেলে টিকিট কাউন্টারের। ৩০ টাকা মূল্যের টিকিটে পুরো প্যাভিলিয়ন ঘুরে দেখার সুযোগ পাওয়া গেছে, করা গেছে কেনাকাটাও। দুইটি বড় প্যাভিলিয়নে চলেছে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এক টিকিটেই ঢোকা গেছে দুই প্যাভিলিয়নে।

আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। স্ট্রিম ছবি
আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। স্ট্রিম ছবি

মেলার শেষদিন ঘুরে দেখা গেছে, দেশীয় গয়না, কসমেটিকস দোকানে সাজিয়ে রেখেছে দোকানিরা। কিশোরীরা মেলায় পছন্দের গয়না কিনছে, মেলায় উঠেছে ইরানি তৈজসপত্র। সিরামিকের পণ্যের স্টলে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ভারতীয় ফুটওয়্যার ও কাশ্মীরি শালের স্টলেও ছিল এই ভিড়।

এছাড়া শিশুদের খেলনার পসরা ছিল চোখে পড়ার মতো, মেলায় আসা লোকজন ঘোরাফেরার ফাঁকে খাওয়ার জন্য ছিল মুখরোচক নানা ধরনের পিঠা।

কেমন গেল এবারের মেলা

সরেজমিনে ঘুরতে গিয়ে দেখা মেলে এক পাকিস্তানি দোকানদারের সঙ্গে। নাম শিবলি শামসী। এসেছেন পাকিস্তানের করাচি থেকে। পাকিস্তানি নানা ধরনের তৈরি পোশাক বিক্রি হচ্ছে এই দোকানে।

শিবলী শামসীর দোকানের ব্যানারে লেখা ছিল ‘পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ’, ছিল দুই দেশের পতাকাও।

এবারের বাণিজ্য মেলায় লাভ কেমন হয়েছে জানতে চাইলে তিনি স্ট্রিমকে বলেন, 'আল্লাহর মেহেরবানিতে ব্যবসা ভালো গেছে এবার। ক্রেতারাও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট।' উর্দুতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

চায়না প্রিন্সেস শপে কাজ করছেন বাংলাদেশি মাসুদ মিয়া। চায়না মালিকানা এই দোকানে বিক্রি হচ্ছে চীনে তৈরি নানা ধরনের গয়না। এই দোকানে ভালো ব্যবসা চলছে বলে জানান মাসুদ।

মেলায় নানা রকমের আসবাব, কসমেটিকস, খেলনা, তৈরি পোশাক, প্লাস্টিক, ক্রোকারিজসহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে।  স্ট্রিম ছবি
মেলায় নানা রকমের আসবাব, কসমেটিকস, খেলনা, তৈরি পোশাক, প্লাস্টিক, ক্রোকারিজসহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে। স্ট্রিম ছবি

স্ট্রিমকে তিনি বলেন, 'বাংলাদেশি গয়না থেকে চায়না গয়না বেশি বিক্রি হচ্ছে। এ মাসের ৯ তারিখ থেকে আজ পর্যন্ত ব্যবসা ভালো চলেছে। আর চায়নিজ জিনিসপত্রের দাম তুলনামূলক কম।'

বাংলাদেশের কোথাও শো-রুম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'কোথাও নেই। যখন এরকম মেলা হয় তখনই শুধু বিক্রি করা হয়।'

রাজধানীর নাখালপাড়া থেকে সাকিব আহমেদ মেলায় আচারের দোকান দিয়েছেন। মেলার বাইরেও নাখালপাড়ায় ব্যবসা রয়েছে তার। দেশীয় আচার-চকোলেট আরও মুখরোচক খাবার রয়েছে সাকিবের দোকানে।

ব্যবসার ব্যাপারে সাকিব বলেন, 'স্বাভাবিকভাবে মেলায় একটু বেশি বিক্রি হয়, এইজন্য স্টল দেওয়া। মেলায় ছাড় দিয়ে পণ্য বিক্রি করি আমরা, এইজন্য বেচা-কেনা বেশি হয়; লাভও হয়।'

এদিকে ব্যবসা ভালো হয়নি বলে অভিযোগ করেন ইন্ডিয়ার মুম্বাই থেকে আসা দীপাং চু শর্মা। ফুটওয়্যারের এই দোকানের মালিকের নাম প্রদীপ। প্রদীপের স্টলে কাজ করে দীপাং চু শর্মা।

দীপাং চু স্ট্রিমকে বলেন, 'ব্যবসা ভালো যাচ্ছে না। গতকাল বিক্রি হইলো মাত্র ২০ হাজার টাকা। আজকে সারাদিন বিক্রি হইলো মাত্র ২ হাজার টাকা। অথচ স্টল নেওয়ার সময় লাখ লাখ টাকা ভাড়া দিয়ে নিতে হয়।'

এবারের ব্যবসা ভালো না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত