leadT1ad

ছাত্রলীগের সম্ভাব্য অরাজকতা ঠেকাতে লাঠি হাতে রাকসু নেতা-কর্মীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২৩: ৩০
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সম্ভাব্য অরাজকতা ও তৎপরতার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাঠি হাতে অবস্থান নিয়েছেন রাকসু নেতা-কর্মীরা। সংগৃহীত ছবি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সম্ভাব্য অরাজকতা ও তৎপরতার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাঠি হাতে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নেতা-কর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে রাকসুর উদ্যোগে এই অবস্থান অনুষ্ঠিত হয়।

রাকসুর নেতারা জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান নিলেও সারারাত ক্যাম্পাসের বিভিন্ন গেটে গ্রুপভিত্তিক অবস্থান করবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সংঘটিত না হয়।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন আগামীকাল (১৩ নভেম্বর) নৃশংস কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে। সেই আশঙ্কায় আমরা রাত ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ১৬ জুলাই যেভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, এবারও ঠিক একইভাবে তাদের প্রবেশ ঠেকানো হবে।'

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, 'আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াব। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তবে খারাপ কিছু হতে পারে। জুলাইয়ে যেমন লাঠির দ্বারাই তারা ক্যাম্পাস ছেড়েছিল, এবারও তাই হবে।'

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা হাফসা বলেন, 'নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আজ একত্র হয়েছি। আমরা চাই ক্যাম্পাস সব সময় নিরাপদ থাকুক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রবেশ করতে না পারে।'

Ad 300x250

সম্পর্কিত