স্ট্রিম ডেস্ক

দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে।
১৫ মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাতে এমনটিই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়েও এ সভায় আলোচনা করা হয়। খবর বাসসের।
মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা বিষয়ক অধ্যাদেশ প্রণয়নের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি প্রচারে মন্ত্রণালয়ের উদ্যোগে কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি ও সম্প্রচার করা হয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রকাশনাও তৈরি করা হয়েছে।
আগামী ৫ আগস্ট উদযাপনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু প্রকাশনা ও প্রামাণ্যচিত্র তৈরির কথা তিনি জানান।
এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সারাহ কুক। এ সময় বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাজ্য হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন।

দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে।
১৫ মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাতে এমনটিই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়েও এ সভায় আলোচনা করা হয়। খবর বাসসের।
মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা বিষয়ক অধ্যাদেশ প্রণয়নের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি প্রচারে মন্ত্রণালয়ের উদ্যোগে কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি ও সম্প্রচার করা হয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রকাশনাও তৈরি করা হয়েছে।
আগামী ৫ আগস্ট উদযাপনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু প্রকাশনা ও প্রামাণ্যচিত্র তৈরির কথা তিনি জানান।
এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সারাহ কুক। এ সময় বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাজ্য হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন।

ঢাকার দোহার উপজেলার নুরুল্লাহপুরে চার শতাধিক বছরের পুরোনো গ্রামীণ মেলা নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এতে দূর-দূরদূরান্ত থেকে পণ্যের পসরা নিয়ে মেলার প্রাঙ্গণে আসার পরও ফিরে যেতে হচ্ছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সাংবাদিকদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের আপত্তির মুখে এ পদ্ধতি থেকে সরে আসে ইসি। কিন্তু এরমধ্যে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পূর্ব রামপুরা থেকে হাত বাঁধা অবস্থায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
৫ ঘণ্টা আগে
গণমাধ্যম সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন ও স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের যে সুপারিশ করেছিল, সরকার তা উপেক্ষা করেছে। পরিবর্তে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণাধীন দুটি পৃথক কমিশন গঠনের খসড়া প্রকাশ করা হয়েছে, যার প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে সরকারি কর্তৃত্বাধীন।
৫ ঘণ্টা আগে