leadT1ad

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মিলল হাত বাঁধা ঝুলন্ত লাশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১: ৪৭
প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব রামপুরা থেকে হাত বাঁধা অবস্থায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় হাসান মোল্লার ভাই রামপুরা থানায় হত্যা মামলা করেছেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন স্ট্রিমকে জানান, পূর্ব রামপুরার পানির ট্যাঙ্কির পাইপে লাইলনের রশিতে ঝুলছিল হাসান ভূইয়ার লাশ। তাঁর দুই হাত একটি কাপড়ের টুকরা দিয়ে পিছমোড়া করে বাঁধা ছিল।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর স্ত্রীর সঙ্গে হাসান ভূঁইয়ার ঝগড়া হয়। পরে তিনি ঘরের রাউটারসহ আসবাবপত্র ভাঙচুর করেন বলে জানিয়েছেন স্ত্রী।

থানার একজন সহকারী পরিদর্শক স্ট্রিমকে জানান, হাসান মোল্লার স্ত্রী দাবি করেছেন, ভাঙচুরের পর তাঁর স্বামী কখন বাসা থেকে বের হয়েছেন জানেন না।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত