leadT1ad

বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৭ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৭
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবন জামেলা টাওয়ারের আগুন এখনো (দুপুর সাড়ে ১২টা) নিয়ন্ত্রণে আসেনি। ভবনটি থেকে ৪২ বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. শাহজাহান শিকদার স্ট্রিমকে জানান, ‘আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবনের বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেট কাম ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে।

তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জ এর আগানগর এলাকায় জাবালে নূর (জাবালে নূর সুপার মার্কেট) টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত; কিন্তু এগুলোর বেইজমেন্ট একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজইমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে, এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।

এর আগে আজ ভোর ৫টা ৩৭ মিনিটে ১২ তলা ভবনটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই রিপোর্ট লেখা (সাড়ে ১২টা) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, জামেলা টাওয়ারে নিচতলায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ সময় ভবন থেকে ৪২ জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদে সরানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত