leadT1ad

সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাল ইসির বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১: ৫০
নির্বাচন কমিশনের লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সভার নোটিশ জারি করেছেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজের সমন্বয় করতেই জরুরি এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার-ভিডিপির মহাপরিচালকরা উপস্থিত থাকবেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, বর্তমানে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি চলছে, যা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত