leadT1ad

হাসনাতের আসনে বিএনপির মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ বুধবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯: ০১
হাইকোর্ট ভবন। ছবি: বাসস

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই রিটের শুনানি হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। একই সঙ্গে রিট আবেদনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশন গত ১৭ জানুয়ারি আপিল শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি। সেই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখতে রিট করেন মঞ্জুরুল।

সংশ্লিষ্ট আইনজীবীদের বরাতে জানা যায়, এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত