স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই রিটের শুনানি হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। একই সঙ্গে রিট আবেদনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে, নির্বাচন কমিশন গত ১৭ জানুয়ারি আপিল শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি। সেই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখতে রিট করেন মঞ্জুরুল।
সংশ্লিষ্ট আইনজীবীদের বরাতে জানা যায়, এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই রিটের শুনানি হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। একই সঙ্গে রিট আবেদনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে, নির্বাচন কমিশন গত ১৭ জানুয়ারি আপিল শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি। সেই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখতে রিট করেন মঞ্জুরুল।
সংশ্লিষ্ট আইনজীবীদের বরাতে জানা যায়, এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ভোট সফলভাবে সম্পূর্ণ হলে বাংলাদেশের নাম সারা দুনিয়ায় উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক র্যাব সদস্য নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় অভিযান চালাবে যৌথবাহিনী। তার আগে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পালিয়ে যাওয়া ঠেকাতে উপজেলার জঙ্গল সলিমপুরের ‘ছিন্নমূল জনপদ’ এলাকার সব প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হয়েছে।
২৮ মিনিট আগে
ভাড়াটিয়াকে ছাদের ও মূল গেটের চাবি শর্তসাপেক্ষে দিতে হবে। আর দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে না ভাড়া। ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকাশিত নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে