leadT1ad

রামগড় স্থলবন্দরে পাহাড় কাটার অভিযোগ: তদন্ত কমিটি গঠনের নির্দেশ নৌ উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৬
ড. এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে জমি ভরাটের জন্য নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। পাহাড় কাটা বা অবৈধভাবে জমি ভরাট প্রমাণিত হলে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌ উপদেষ্টার জানান, বিগত সরকারের সময়ে নির্মিত এই স্থলবন্দরটির অর্থনৈতিক লাভ-ক্ষতির বিষয়টি পুনর্নিরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত