স্ট্রিম প্রতিবেদক

সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি কী হতে পারে, তা পর্যালোচনা করে ধারণাপত্র তৈরি করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভায় সর্বজনীন পেনশন স্কিমে বীমা সুবিধা চালুকরণ নিয়েও আলোচনা হয়েছে। এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। সঠিকভাবে বিশ্লেষণ শেষে ধারণাপত্র জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও ৩০ জুন পর্যন্ত মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা ও ২০২৩-২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা বলে জানানো হয়েছে।
সভায় ২০২৪-২৫ অর্থ বছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা বলে জানানো হয়েছে। পরিচালনা পর্ষদ অনুমোদনক্রমে বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী প্রাপ্য বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসাবে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়াও জানানো হয়েছে, চাঁদাদাতারা তাদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন। সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ।
যাদের আত্মকর্মসংস্থান আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য সুরক্ষা স্কিমে সর্বোচ্চ চাঁদার হার পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য সর্বনিম্ন মাসিক চাঁদার হার নির্ধারণ ৫০০ টাকা। চাঁদার পূর্ণ পরিমাণ সেবাকর্মী বহন করবেন; প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অবদান থাকবে না।

সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি কী হতে পারে, তা পর্যালোচনা করে ধারণাপত্র তৈরি করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভায় সর্বজনীন পেনশন স্কিমে বীমা সুবিধা চালুকরণ নিয়েও আলোচনা হয়েছে। এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। সঠিকভাবে বিশ্লেষণ শেষে ধারণাপত্র জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও ৩০ জুন পর্যন্ত মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা ও ২০২৩-২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা বলে জানানো হয়েছে।
সভায় ২০২৪-২৫ অর্থ বছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা বলে জানানো হয়েছে। পরিচালনা পর্ষদ অনুমোদনক্রমে বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী প্রাপ্য বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসাবে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়াও জানানো হয়েছে, চাঁদাদাতারা তাদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন। সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ।
যাদের আত্মকর্মসংস্থান আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য সুরক্ষা স্কিমে সর্বোচ্চ চাঁদার হার পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য সর্বনিম্ন মাসিক চাঁদার হার নির্ধারণ ৫০০ টাকা। চাঁদার পূর্ণ পরিমাণ সেবাকর্মী বহন করবেন; প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অবদান থাকবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
৩২ মিনিট আগে
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ নামে এই প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে।
৩৮ মিনিট আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
১ ঘণ্টা আগে