leadT1ad

মার্কিন ভিসা বন্ড আরোপের দায় আগের সরকারের: পররাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৮: ১৪
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করতে বাংলাদেশিদের ওপর যে ভিসা বন্ড বা জামানত আরোপ করা হয়েছে, সেটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আগের সরকারের ওপর দায় চাপিয়ে তিনি বলেন, ‘এটা অস্বাভাবিক না। দায়দায়িত্ব যদি আপনি ধরেন পলিসিগতভাবে কারও ওপর থাকে, সেটা হলো—পূর্ববর্তী সব সরকারের আছে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

অনিয়মিত অভিবাসন বন্ধ করতে পারলে এই সংকটের একটা সমাধান আসবে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা শুধু বাংলাদেশের বিষয় না। অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের কৌশল দেখেছেন—যারা ওখানে তাদের সোশ্যাল সিস্টেম থেকে পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক।’

উপদেষ্টা আরও বলেন,‘তারা যদি কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেটার মধ্যে বাংলাদেশ থাকবে—এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক। এটা যদি সবাই গত এক বছরে হতো, তাহলে আমি বলতাম যে আমরা দায়ী।'

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায়দায়িত্ব যদি আপনি ধরেন পলিসিগতভাবে কারও ওপর থাকে, সেটা হলো—পূর্ববর্তী সব সরকারের আছে। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভবও না। কারণ, মানুষের এই নড়াচড়া করার সাধ্য এই সরকারের নেই, কোনো সরকারেরই ছিল না।’

এ সময় অন্তর্বর্তী সরকারের অনিয়মিত অভিবাসন নীতির কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, ‘পলিসির দিক থেকে আমি বলতে পারি, প্রথম দিন থেকে আমরা কিন্তু অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কথা বলে আসছি।’

তৌহিদ হোসেন বলেন, 'গ্রামের যে ছেলেটি এখান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যায়, তার তো আসলে কেনিয়া বা তুরস্কে যাওয়ার সামর্থ্য নেই। এটা আমরা কেন থামাতে পারি না? এটা আমরা যতক্ষণ পর্যন্ত থামাতে না পারব, ততক্ষণ ভূমধ্যসাগরে মানুষ মরতে থাকবে।'

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে, সে দেশগুলোর তালিকা প্রায় ৩ গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের আগস্টে প্রথমে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় ছয়টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। পরে তারা আরও সাতটি দেশকে এই তালিকায় যুক্ত করে। এক সপ্তাহ পার হওয়ার আগেই গতকাল বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম যোগ করল যুক্তরাষ্ট্র।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত