leadT1ad

৫৮ হাজার টন মার্কিন গম নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১: ২৪
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিকটন গম আমদানি করা হবে, যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম নিয়ে জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে ।

উল্লেখ্য, জি টু জি-০১ চুক্তির আওতায় এরমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিকটন গম আমদানি হয়েছে। পাশাপাশি জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

জাহাজগম
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত