leadT1ad

জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে: ফজলুর রহমান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কিশোরগঞ্জ

নির্বাচনী সভায় ফজলুর রহমান। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘাগড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি ২ নম্বরের দল। ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করাই দলটির সবচেয়ে বড় সমস্যা।

সম্প্রতি দেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশকে চোর-বাটপারের দেশ বলা বক্তব্যটি অনভিপ্রেত। তিনি বলেন, ঘরের মালিক যদি নিজেই বলে তার ছেলেরা চোর, তা কখনো ভালো কথা হতে পারে না।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার দাবি, ভোটের দিন কারচুপির চেষ্টা হতে পারে।

৭৮ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বলেন, এটি তাঁর জীবনের শেষ নির্বাচন হতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তাই শেষবারের মতো একজন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

ফজলুর রহমান বলেন, সংসদে গেলে তিনি সব সময় সত্যের পক্ষে কথা বলবেন। তিনি জানান, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওরাঞ্চলকে একটি শান্ত ও নিরাপদ এলাকায় রূপান্তর করাই তার লক্ষ্য।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন ভূঞা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া।

এর আগে, গত ২২ জানুয়ারি ভৈরবে তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি গতকাল শুক্রবার নিজ এলাকায় ফেরেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত