leadT1ad

বায়ুদূষণের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০: ২৯
বায়ুদূষণ। সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৬২, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।

একিউআই প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে ঢাকার বাতাসের মান ছিল ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।

দূষিত শহরের তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা, চীনের উহান এবং ভিয়েতনামের হ্যানয়। শহরগুলোর একিউআই স্কোর ছিল ১৯৮, ১৮৯ ও ১৮৬।

একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ ধরা হয়—এ সময় বাতাসের মান সাধারণভাবে গ্রহণযোগ্য থাকলেও সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে থাকা এড়িয়ে চলতে বলা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একিউআই মূলত দৈনিক বায়ুমান সম্পর্কে মানুষকে জানায় এবং বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সে সঙ্গে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির দিকগুলো তুলে ধরে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষকের ভিত্তিতে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই–অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই–অক্সাইড (এসও২) এবং ওজোন।

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে বাতাসের মানের অবনতি ঘটে এবং বর্ষা মৌসুমে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদ্‌রোগ, দীর্ঘমেয়াদি শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত