leadT1ad

পেনশনের ফাইল আটক: ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার শিক্ষা কর্মকর্তা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১: ২১
ঘুষের সোয়া লাখ টাকাসহ দুদকের জালে আটক যশোর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সংগৃহীত ছবি

পেনশন ও বেতন সমতাকরণের ফাইল নিষ্পত্তির বিনিময়ে ঘুষ নেওয়ার সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তার নিজ দপ্তর থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ মো. আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন শিরিনা আক্তার। নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ২০২৫ সালের ২৩ আগস্ট মারা যান। মারা যাওয়ার পর শিক্ষিকার অবসরকালীন আজীবন পেনশন পান তার স্বামী। সেই পেনশনের জন্য গত বছরের ৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন স্বামী স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুনবী। আবেদনের পর থেকেই নুরুনবীকে জেলা প্রাথমিক শিক্ষক আশরাফুল আলম দফায় দফায় হয়রানি করতে থাকেন।

মো. নূরুন্নবী অভিযোগ করেন যে পেনশন ও বেতন সমতাকরণের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। ফাইল ছাড়ার বিনিময়ে তিনি ঘুষ দাবি করেন। লিখিত এক অভিযোগের পর দুদক গোপনে বিষয়টি যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং কমিশন থেকে অনুমোদন নিয়ে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার বেলা দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের সামনে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা প্রস্তুত করে তা অভিযোগকারীকে দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী মো. নূরুন্নবী শিক্ষা কর্মকর্তার কক্ষে প্রবেশ করে ঘুষের টাকা হস্তান্তর করেন। আশরাফুল আলম টাকাটি নিয়ে করে তার অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে রাখেন।

টাকা লেনদেনের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা দুদকের এনফোর্সমেন্ট টিম ওই কক্ষে প্রবেশ করে। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে টেবিলের ড্রয়ার তল্লাশি করে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

ঘুষ গ্রহণের দায়ে মো. আশরাফুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি রুজু করা হয়েছে বলে জানিয়েছে দুদক ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত