স্ট্রিম প্রতিবেদক

পেনশন ও বেতন সমতাকরণের ফাইল নিষ্পত্তির বিনিময়ে ঘুষ নেওয়ার সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তার নিজ দপ্তর থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ মো. আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন শিরিনা আক্তার। নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ২০২৫ সালের ২৩ আগস্ট মারা যান। মারা যাওয়ার পর শিক্ষিকার অবসরকালীন আজীবন পেনশন পান তার স্বামী। সেই পেনশনের জন্য গত বছরের ৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন স্বামী স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুনবী। আবেদনের পর থেকেই নুরুনবীকে জেলা প্রাথমিক শিক্ষক আশরাফুল আলম দফায় দফায় হয়রানি করতে থাকেন।
মো. নূরুন্নবী অভিযোগ করেন যে পেনশন ও বেতন সমতাকরণের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। ফাইল ছাড়ার বিনিময়ে তিনি ঘুষ দাবি করেন। লিখিত এক অভিযোগের পর দুদক গোপনে বিষয়টি যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং কমিশন থেকে অনুমোদন নিয়ে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার বেলা দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের সামনে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা প্রস্তুত করে তা অভিযোগকারীকে দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী মো. নূরুন্নবী শিক্ষা কর্মকর্তার কক্ষে প্রবেশ করে ঘুষের টাকা হস্তান্তর করেন। আশরাফুল আলম টাকাটি নিয়ে করে তার অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে রাখেন।
টাকা লেনদেনের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা দুদকের এনফোর্সমেন্ট টিম ওই কক্ষে প্রবেশ করে। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে টেবিলের ড্রয়ার তল্লাশি করে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
ঘুষ গ্রহণের দায়ে মো. আশরাফুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি রুজু করা হয়েছে বলে জানিয়েছে দুদক ।

পেনশন ও বেতন সমতাকরণের ফাইল নিষ্পত্তির বিনিময়ে ঘুষ নেওয়ার সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তার নিজ দপ্তর থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ মো. আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন শিরিনা আক্তার। নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ২০২৫ সালের ২৩ আগস্ট মারা যান। মারা যাওয়ার পর শিক্ষিকার অবসরকালীন আজীবন পেনশন পান তার স্বামী। সেই পেনশনের জন্য গত বছরের ৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন স্বামী স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুনবী। আবেদনের পর থেকেই নুরুনবীকে জেলা প্রাথমিক শিক্ষক আশরাফুল আলম দফায় দফায় হয়রানি করতে থাকেন।
মো. নূরুন্নবী অভিযোগ করেন যে পেনশন ও বেতন সমতাকরণের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। ফাইল ছাড়ার বিনিময়ে তিনি ঘুষ দাবি করেন। লিখিত এক অভিযোগের পর দুদক গোপনে বিষয়টি যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং কমিশন থেকে অনুমোদন নিয়ে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার বেলা দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের সামনে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা প্রস্তুত করে তা অভিযোগকারীকে দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী মো. নূরুন্নবী শিক্ষা কর্মকর্তার কক্ষে প্রবেশ করে ঘুষের টাকা হস্তান্তর করেন। আশরাফুল আলম টাকাটি নিয়ে করে তার অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে রাখেন।
টাকা লেনদেনের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা দুদকের এনফোর্সমেন্ট টিম ওই কক্ষে প্রবেশ করে। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে টেবিলের ড্রয়ার তল্লাশি করে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
ঘুষ গ্রহণের দায়ে মো. আশরাফুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি রুজু করা হয়েছে বলে জানিয়েছে দুদক ।

শরীয়তপুরের জাজিরায় ঘরের ভেতর ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২ ঘণ্টা আগে
জায়গা ভাড়া নেওয়া নিয়ে তোলা একটি টিনশেড ঘর। বাইরে থেকে সেটি ছিল একেবারেই সাধারণ। কিন্তু ঘরের ভেতরের মাটি খুঁড়ে নিচে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ফুটো করা হয়। সেখান থেকেই চলে তেল চুরি।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘভুক্ত ও এর বাইরের ৬৬টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা ও ফোরাম থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে বৈশ্বিক ‘উন্নয়নের ইকোসিস্টেম’ ধসে পড়ার বড় অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
৩ ঘণ্টা আগে