leadT1ad

আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়তে পারে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ৫৩
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

অনলাইনে ধীরগতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষ তারিখ। তবে, তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ছিল গত ৩০ নভেম্বর। তবে ই-রিটার্নে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় পরপর দুই দফায় এক মাস করে সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

সময় বাড়ানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘রিটার্ন দাখিলের শেষদিকে যদি দেখা যায় নিবন্ধিত করদাতাদের উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

Ad 300x250

সম্পর্কিত