leadT1ad

স্টার্টআপ ইকোসিস্টেম গড়াই আইটি ইনকিউবেশন সেন্টারের লক্ষ্য: ফয়েজ তৈয়্যেব

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯: ৪৮
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব বলেছেন, দেশে স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের মূল উদ্দেশ্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যেব জানান, এই কেন্দ্রের মাধ্যমে তিনটি প্রধান লক্ষ্য বাস্তবায়ন করা হবে। প্রথমত, স্থানীয় উদ্যোক্তা ও আইটিভিত্তিক ক্ষুদ্র ব্যবসাগুলোকে অবকাঠামোগত সহায়তা দিয়ে স্টার্টআপ হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, তরুণদের ফ্রিল্যান্সিং ও ই-কমার্স দক্ষতায় প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের সংযোগ তৈরি করে শিক্ষার বাস্তব প্রয়োগ ঘটানো।

সেন্টারে আধুনিক কম্পিউটার ল্যাব, স্টার্টআপ স্পেস এবং ১৫০ আসনের অডিটোরিয়াম থাকবে। এখানকার প্রশিক্ষণ জাতীয় স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক ভেরিফায়েড হবে, যা দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। ফয়েজ তৈয়্যেব আরও বলেন, স্থানীয় উদ্যোক্তারা এখন থেকে মেহেরপুরে বসেই সরকারি স্টার্টআপ ফান্ড ও বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এতে ঢাকাকেন্দ্রিক বৈষম্য অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত