leadT1ad

অ্যাম্বুলেন্স আটকে রাখায় বৃদ্ধের মৃত্যু: ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শরীয়তপুর

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯: ১৯
অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় ১০ জনের নামে মামলা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ভাড়ার দ্বন্দ্বে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় চিকিৎসাবঞ্চিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে পালং মডেল থানায় নিহতের নাতি জুবায়ের হোসেন বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুমন খান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অ্যাম্বুলেন্স আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ও অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

এর আগে একই দিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাম্বুলেন্স আটকে রাখা, অতিরিক্ত ভাড়া আদায়সহ যেকোনো অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন মালিকপক্ষ।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, অ্যাম্বুলেন্স মালিকপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে এ ধরনের অন্যায় কর্মকাণ্ড আর করবে না। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গত মঙ্গলবার অসুস্থ জমশেদ আলী ঢালীকে ঢাকায় নেওয়ার পথে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় অ্যাম্বুলেন্স আটকে দেয় সিন্ডিকেট সদস্যরা। প্রায় দেড় ঘণ্টা জিম্মি থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে তাঁর মৃত্যু হয়।

Ad 300x250

সম্পর্কিত