leadT1ad

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা জনপ্রিয় করতে হবে: সমাজকল্যাণ সচিব

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৮: ০৩
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লোগো।

শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব ধরে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে সমাজকে মাদকের মতো অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।

শনিবার (১০ জানুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের প্রতিষ্ঠানগুলোর নিবাসীদের নিয়ে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সচিব জানান, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। সুবিধাবঞ্চিত শিশুদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস। এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম ও স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত