leadT1ad

বিএফডিসি পরিদর্শন করলেন তথ্য উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২২: ২৬
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেন। ছবি: পিআইডি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১১ জানুয়ারি) পরিদর্শনকালে তিনি বিএফডিসির ‘অনলাইন শিডিউল ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উপদেষ্টাকে ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও ও এডিটিং ল্যাবসহ বিভিন্ন বিভাগের সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান। একই সঙ্গে তিনি সাম্প্রতিক গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বিএফডিসির পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়াতেও তিনি নির্দেশনা প্রদান করেন।

এছাড়া চলমান অবকাঠামো নির্মাণ এবং পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত