স্ট্রিম প্রতিবেদক

বরিশালের মীরগঞ্জে এবি পার্টির সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনাকে ‘ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ’ বলেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
অভিযোগ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যারিস্টার ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্তা করার অপচেষ্টা চালিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, এটি মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটি ফ্যাসিবাদী মানসিকতারই প্রকাশ।’
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যেসব বিএনপি নামধারী সন্ত্রাসী হামলার সাথে জড়িত, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। স্থানীয় প্রশাসনের কাজ হবে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।’
মঞ্জু আরও বলেন, ‘এবি পার্টি কোনো ধরণের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরনো রাজনীতি আর মেনে নেবে না।’ এ সময় তিনি বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ রাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার আহ্বান জানান।
এর আগে মিছিলটি সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক ও আমিনুল ইসলাম এফসিএ উপস্থিত ছিলেন।
গতকাল সকালেই বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের দায়ী করেছেন তিনি।

বরিশালের মীরগঞ্জে এবি পার্টির সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনাকে ‘ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ’ বলেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
অভিযোগ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যারিস্টার ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্তা করার অপচেষ্টা চালিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, এটি মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটি ফ্যাসিবাদী মানসিকতারই প্রকাশ।’
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যেসব বিএনপি নামধারী সন্ত্রাসী হামলার সাথে জড়িত, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। স্থানীয় প্রশাসনের কাজ হবে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।’
মঞ্জু আরও বলেন, ‘এবি পার্টি কোনো ধরণের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরনো রাজনীতি আর মেনে নেবে না।’ এ সময় তিনি বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ রাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার আহ্বান জানান।
এর আগে মিছিলটি সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক ও আমিনুল ইসলাম এফসিএ উপস্থিত ছিলেন।
গতকাল সকালেই বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের দায়ী করেছেন তিনি।

প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৪ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভিন্নধর্ম থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। তবে নিজ দলের নারীদের প্রার্থী করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
৬ ঘণ্টা আগে