leadT1ad

ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ: মঞ্জু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০: ১৫
আমার বাংলাদেশ (এবি) পার্টি। স্ট্রিম গ্রাফিক

বরিশালের মীরগঞ্জে এবি পার্টির সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনাকে ‘ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ’ বলেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

অভিযোগ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যারিস্টার ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্তা করার অপচেষ্টা চালিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, এটি মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটি ফ্যাসিবাদী মানসিকতারই প্রকাশ।’

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘যেসব বিএনপি নামধারী সন্ত্রাসী হামলার সাথে জড়িত, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। স্থানীয় প্রশাসনের কাজ হবে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।’

মঞ্জু আরও বলেন, ‘এবি পার্টি কোনো ধরণের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরনো রাজনীতি আর মেনে নেবে না।’ এ সময় তিনি বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ রাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার আহ্বান জানান।

এর আগে মিছিলটি সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক ও আমিনুল ইসলাম এফসিএ উপস্থিত ছিলেন।

গতকাল সকালেই বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের দায়ী করেছেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত