leadT1ad

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে অবস্থানের ঘোষণা ছাত্রদলের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪: ১০
কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব

দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে দুপুরের দিকে এমন ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এসময় তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সেটা করবো। কিন্তু আমরা আজ দাবি আদায় ছাড়া এখান থেকে ছেড়ে যাবো না।’

ছাত্রদলের নেতাকর্মীরা যৌক্তিকভাবে তাদের দাবিগুলো তুলে ধরেছেন বলে উল্লেখ করেন রাকিব। তিনি বলেন, ‘ইসি আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে বলে গতকাল আশ্বাস দিয়েছে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যেই আমরা দ্বিতীয় দিনের মত এখানে ঘেরাও কর্মসূচি পালন করছি।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে ১৫টি বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে ছাত্রদলের পতাকা উঁচু করে ধরে রেখেছিল। সেহেতু এই কয়েক হাজার নেতাকর্মীদের যদি স্লোগানে স্লোগানে মুখরিত করে, তাহলে এই শব্দের প্রকম্পনে আপনাদের ভবন কম্পিত হবে। সেজন্য আমরা নিষেধ করেছিলাম।’

আজ যদি দাবি আদায়ে ইসি ‘সদিচ্ছার প্রকাশ’ না পায়, তাহলে সব ধরনের পন্থা অবলম্বন করারও ঘোষণা দেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্যে যেভাবে শুধু মূল রাস্তা অবরোধ করেছি, এই মূল গেটও অবরোধ করতে পারি। আপনারা যে কথা দিয়েছেন, অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই।'

তিনটি ইস্যুতে সমাধান দাবি করছে ছাত্রদল। তাদের দাবি করা ইস্যুগুলো হচ্ছে—

১. পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

Ad 300x250

সম্পর্কিত