leadT1ad

‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’, হাদির জানাজায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৬: ২৪
ওসমান হাদির জানাজার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: বিটিভির ভিডিও থেকে

‘গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আমরা তাদের সমুচিত জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরো জাতিকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় ওসমান হাদির জানাজা নামাজে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্টকাকীর্ণ করতে চায়; তাঁদের আমরা সমুচিত জবাব দেব, গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করেই। তাহলেই শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে আমারা সম্মান জানাতে পারবো।’

এসময় সালাহউদ্দিন আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রত্যাশা শান্তিপূর্ণভাবে যেন আমরা শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন করতে পারি। তারপর জাতির কাছে আমাদের আহ্বান, আমরা যেন সুশৃঙ্খল থাকি, কোনো উসকানিতে যেন আমরা পা না দেই।’

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের সমাগমে ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানাজার নামাজে ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজা শেষে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে সমাহিত করা হয় তাঁকে।

Ad 300x250

সম্পর্কিত