সংবাদ সম্মেলনে রিজভী
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড কোনো পরামর্শ না দেওয়ায় এখনও তাঁর বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রবিবার বিকেলে (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাই বলে খুব উন্নতি হয়েছে, এ রকম খবর পাইনি।’
হাসপাতালে আসা নেতাকর্মী ও উৎসুকদের উদ্দেশে রিজভী বলেন, দল ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে মানুষের এই আবেগকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। আশা করছি, বিষয়টি সবাই বিবেচনা করবেন। হাসপাতালে ভিড় করবেন না। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান রিজভী।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারিরীক অবস্থা বিবেচনায় গতকাল শনিবার ঘোষণা দেওয়া বিএনপির ‘বিজয়ের মশাল’ মিছিল স্থগিত করার কথা জানান বিএনপির এই নেতা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড কোনো পরামর্শ না দেওয়ায় এখনও তাঁর বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রবিবার বিকেলে (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাই বলে খুব উন্নতি হয়েছে, এ রকম খবর পাইনি।’
হাসপাতালে আসা নেতাকর্মী ও উৎসুকদের উদ্দেশে রিজভী বলেন, দল ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে মানুষের এই আবেগকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। আশা করছি, বিষয়টি সবাই বিবেচনা করবেন। হাসপাতালে ভিড় করবেন না। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান রিজভী।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারিরীক অবস্থা বিবেচনায় গতকাল শনিবার ঘোষণা দেওয়া বিএনপির ‘বিজয়ের মশাল’ মিছিল স্থগিত করার কথা জানান বিএনপির এই নেতা।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
১৩ মিনিট আগে
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেড়োতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে। যা জামায়াতে ইসলামীর পক্ষে তালা কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’
৩৬ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
১ ঘণ্টা আগে