leadT1ad

চাঁপাইনবাবগঞ্জ-১

৫ বারের সাবেক এমপি শাহজাহান মিয়াকে ঘিরেই জয়ের স্বপ্ন দেখছে শিবগঞ্জ বিএনপি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮: ২৯
নির্বাচনি প্রচারে অধ্যাপক শাহজাহান মিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ২০০৮ সালে হাতছাড়া হওয়ার পর এবার তা পুনরুদ্ধারে জোরেশোরে মাঠে নেমেছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে দলের হেভিওয়েট প্রার্থী হিসেবে অধ্যাপক শাহজাহান মিয়ার নাম ঘোষণা হওয়ার পর থেকেই শিবগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের নিরঙ্কুশ সমর্থন ও ব্যাপক গণসংযোগে মুখর এখন গোটা উপজেলা।

অধ্যাপক শাহজাহান মিয়া এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালে প্রথমবার এবং পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬ (দুবার) ও ২০০১ সালে তিনি নির্বাচিত হন। দীর্ঘ সংসদীয় ক্যারিয়ারে তিনি বিএনপির হুইপ ছাড়াও ধর্ম, পাট ও বস্ত্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও শিবগঞ্জের রাজনীতিতে নিরঙ্কুশ নিয়ন্ত্রণের কারণে তৃণমূল নেতাকর্মীরা এবার বেশ উজ্জীবিত।

মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে ছোটখাটো মনোমালিন্য থাকলেও দলের স্বার্থে সবাই এখন ঐক্যবদ্ধ। এ আসনে মনোনয়নবঞ্চিত নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহজাহান মিয়ার প্রতি তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ। দলীয় সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।’

সাধারণ ভোটারদের মধ্যে শাহজাহান মিয়াকে নিয়ে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রবীণ ভোটারদের মতে, তাঁর মেয়াদকালেই সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক সম্প্রসারণ, পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপন, উপজেলা স্টেডিয়াম ও পৌর ভবন নির্মাণসহ গ্রামীণ অবকাঠামোর অভাবনীয় উন্নয়ন হয়েছে। ভোটাররা মনে করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে শাহজাহান মিয়া বিপুল ভোটে বিজয়ী হবেন।

অধ্যাপক শাহজাহান মিয়া জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘মানুষ ভোটের উৎসবের জন্য মুখিয়ে আছে। ধানের শীষের জোয়ারের সঙ্গে আমার ব্যক্তিগত জনপ্রিয়তায় জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। ২০১৮ সালে ব্যালটে বিজয়ী হওয়া সত্ত্বেও ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল, তবে এবার জনগণ তাদের অধিকার ফিরিয়ে নেবে।’

উল্লেখ্য, শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৮৪ জন এবং নারী ২ লাখ ৫০ হাজার ৪৩৩ জন।

Ad 300x250

সম্পর্কিত