স্ট্রিম প্রতিবেদক

২০১৩ সালে শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের হাতে নিহতদের পরিবারকেও নিয়মিত সরকারি ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’-এর মাসিক সহায়তা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, ‘যেভাবে একাত্তরের ও চব্বিশের শহীদদের পরিবারের জন্য সরকারিভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।’
২০১৩ সালে শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের জনসভায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘শাপলা স্মৃতি সংসদ’-এর তত্ত্বাবধানে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’ গঠন করা হয়। মাওলানা মামুনুল হক এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
শাপলার অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে শাপলা স্মৃতি সংসদ কাজ করছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ‘জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।’
অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে ধাপে ধাপে অন্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। প্রতি মাসে নিয়ম করে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ ও মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

২০১৩ সালে শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের হাতে নিহতদের পরিবারকেও নিয়মিত সরকারি ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’-এর মাসিক সহায়তা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, ‘যেভাবে একাত্তরের ও চব্বিশের শহীদদের পরিবারের জন্য সরকারিভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।’
২০১৩ সালে শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের জনসভায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘শাপলা স্মৃতি সংসদ’-এর তত্ত্বাবধানে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’ গঠন করা হয়। মাওলানা মামুনুল হক এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
শাপলার অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে শাপলা স্মৃতি সংসদ কাজ করছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ‘জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।’
অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে ধাপে ধাপে অন্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। প্রতি মাসে নিয়ম করে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ ও মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
২ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভিন্নধর্ম থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। তবে নিজ দলের নারীদের প্রার্থী করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
৩ ঘণ্টা আগে
আনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ১৮ দলীয় নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের এই জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মঞ্জুকে এবং আনিসুলকে করা হয়েছে চেয়ারম্যান।
৩ ঘণ্টা আগে