স্ট্রিম প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। মুখপাত্র করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও অর্থনৈতিক মুক্তি সামনে রেখে আমাদের তিন দলের জোটের নাম হবে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এটা শুধু নির্বাচনী নয়, রাজনৈতিক জোট। গণঅভ্যুত্থানকে লক্ষ্য রেখেই এগিয়ে যাব আমরা।
তিনি বলেন, তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমরা দেখেছি ঐকমত্য কমিশন থেকে শুরু করে অনেক দলই বিগত দেড় বছরের পুরো প্রক্রিয়ায় সংস্কারের বিরোধিতা শুধু নয়, বাধাগ্রস্তও করেছে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের এই ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। পুরাতন রাজনীতিতে আমরা ফেরত যেতে চাই না। পুরাতন রাজনীতিতে ভীতি ও হতাশা দেখছি। আমাদের শক্তি সামর্থ দিয়ে সামনে থাকব।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জোটের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলামকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুনভাবে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই। পুরাতন রাজনীতির মোহভঙ্গ থেকে সরে এসে এই নতুন বন্দোবস্ত। গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম আগের রাজনীতিতে দেখেছি। আর সে রকম চাই না। আজকের জোট আমাদের উদ্যোগের শুরু মাত্র।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা সবাই। তবে অভ্যুত্থানের পর যা দরকার ছিল, তা পারিনি। পারার চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ।
গত ২৭ নভেম্বর এনসিপির নেতৃত্বে একটি নির্বাচনী জোট ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। এনসিপির সঙ্গে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) থাকার কথা ছিল। এ প্রক্রিয়া থেকে আপ বাংলাদেশ বাদ পড়েছে।

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। মুখপাত্র করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও অর্থনৈতিক মুক্তি সামনে রেখে আমাদের তিন দলের জোটের নাম হবে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এটা শুধু নির্বাচনী নয়, রাজনৈতিক জোট। গণঅভ্যুত্থানকে লক্ষ্য রেখেই এগিয়ে যাব আমরা।
তিনি বলেন, তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমরা দেখেছি ঐকমত্য কমিশন থেকে শুরু করে অনেক দলই বিগত দেড় বছরের পুরো প্রক্রিয়ায় সংস্কারের বিরোধিতা শুধু নয়, বাধাগ্রস্তও করেছে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের এই ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। পুরাতন রাজনীতিতে আমরা ফেরত যেতে চাই না। পুরাতন রাজনীতিতে ভীতি ও হতাশা দেখছি। আমাদের শক্তি সামর্থ দিয়ে সামনে থাকব।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জোটের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলামকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুনভাবে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই। পুরাতন রাজনীতির মোহভঙ্গ থেকে সরে এসে এই নতুন বন্দোবস্ত। গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম আগের রাজনীতিতে দেখেছি। আর সে রকম চাই না। আজকের জোট আমাদের উদ্যোগের শুরু মাত্র।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা সবাই। তবে অভ্যুত্থানের পর যা দরকার ছিল, তা পারিনি। পারার চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ।
গত ২৭ নভেম্বর এনসিপির নেতৃত্বে একটি নির্বাচনী জোট ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। এনসিপির সঙ্গে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) থাকার কথা ছিল। এ প্রক্রিয়া থেকে আপ বাংলাদেশ বাদ পড়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
১৩ মিনিট আগে
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেড়োতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে। যা জামায়াতে ইসলামীর পক্ষে তালা কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’
৩৫ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
১ ঘণ্টা আগে